উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কোম্পানীগঞ্জথেকে
জনসাধারণকে প্রদত্ত সেবাসমূহ
উপজেলা সদর ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে প্রদত্ত সেবাসমূহঃ
১/ পরিবার পরিকল্পনা সেবাসমূহঃ
১.১/ পুরম্নষ স্থায়ী পদ্ধতি (পদ্ধতি গ্রহীতাকে নগদ দুই হাজার টাকা ও
একটি লুঙ্গি দেওয়া হয়)।
১.২/ মহিলা স্থায়ী পদ্ধতি (পদ্ধতি গ্রহীতাকে নগদ দুই হাজার টাকা ও
একটি শাড়ী দেওয়া হয়)।
১.৩/ দীর্ঘমেয়াদী পদ্ধতি (তিন বছর মেয়াদ) ইমপ্লান্ট (পদ্ধতি
গ্রহীতাকে পদ্ধতি গ্রহণকালে নগদ একশত পঞ্চাশ টাকা ও
পরবর্তীতে সর্বোচ্চ তিনটি ফলোআপের ক্ষেত্রে
প্রতিবার সত্তর টাকা প্রদান করা হয়।
১.৪/ দীর্ঘমেয়াদী পদ্ধতি (সাত বছর মেয়াদ) আইইউডি (পদ্ধতি
গ্রহীতাকে পদ্ধতি গ্রহণকালে নগদ একশত পঞ্চাশ টাকা ও
পরবর্তীতে সর্বোচ্চ তিনটি ফলোআপের ক্ষেত্রে প্রতিবার আশি
টাকা প্রদান করা হয়।
১.৫/ বিনামূল্যে স্বল্পমেয়াদী পদ্ধতি ইনজেকশন প্রদান করা হয়।
১.৬/ স্বল্পমেয়াদী পদ্ধতি কনডম প্রদান করা হয় (প্রতি ডজন ১.২০
টাকা হিসাবে)।
১.৭/ বিনামূল্যে স্বল্পমেয়াদী পদ্ধতি খাবার বড়ি প্রদান করা হয়।
২/ মা ও শিশু স্বাস্থ্য সেবাঃ
২.১/ বিনামূল্যে মহিলাদের টিটি টিকা প্রদান করা হয়।
২.২/ বিনামূল্যে গর্ভবতী মহিলাদের চেকআপ করা হয়।
২.৩/ স্বাভাবিক প্রসব করানো হয়।
২.৪/ প্রসব পরবর্তী চেকআপ করা হয়।
২.৫/ শিশুদের বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়।
৩/ সাধারণ রোগীর সেবাঃ সাধারণ রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করা
হয় এবং সরবরাহ থাকা সাপেক্ষে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
৪/ প্রয়োজনে উচ্চতর চিকিৎসা কেন্দ্রে রেফার করা হয়।
বাড়ি বাড়ি পরিদর্শনের মাধ্যমে প্রদত্ত সেবাসমূহঃ
১.১/ পরিবার কল্যাণ সহকারীগণ বাড়ি বাড়ি পরিদর্শনের মাধ্যমে
সক্ষম দম্পতিগণকে খাবার বড়ি, কনডম ও
ইনজেকশন বিতরণ করে থাকেন।
১.২/ শিশুর প্রারম্ভিক বিকাশ বিষয়ক কাউন্সেলিং করা হয়।
১.৩/ গর্ভবতীর পরিচর্যা করা হয়।
সিএসবিএ প্রদত্ত সেবাসমূহঃ
১.১/ প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ কমিউনিটি স্কিলড বার্থ এটেনডেন্টগণ
(সিএসবিএ) কর্তৃক বাড়িতে গর্ভবতী মায়েদের
নিরাপদ স্বাভাবিক প্রসব করানো হয়।
১.২/ গর্ভবতীর পরিচর্যা করা হয়।
১.৩/ প্রসব পরবর্তী পরিচর্যা করা হয়।
০৬
সাংগঠনিক কাঠামো
উপজেলা পর্যায়
UFPO MO(MCH-FP)
অফিস সহকারী কাম পরিবার কল্যাণ পরিদর্শিকা ও
কম্পিউটার অপারেটর উপসহকারী কমিউনিটি
(অফিস পর্যায়ে) মেডিকেল অফিসার
( ইউনিয়ন পর্যায়ে)
উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI)
(UFPA) (অফিস পর্যায়ে) (ইউনিয়ন পর্যায়ে)
পরিবার কল্যাণ সহকারী (FWA)
(ইউনিটপর্যায়ে)
**UFPO উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা
** MO(MCH-FP) মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি)
০৭
জনশক্তি
ক্র: নং
নাম ও পদবী
০১
মো.সিহাব উদ্দিন,
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
০২
বানী মজুমদার,
সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা(এমসিএইচ এফফি)
০৩
মোহাম্মদ ইলিয়াস,
উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী
০৪
কাজী মোঃ বেলায়েত হোসেন,
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
০৫
মোঃ আবদুর রব,
এম,এলএস,এস
০৮
তথ্য প্রদানকারী কর্মকর্তা
কাজী মোঃ বেলায়েত হোসেন,
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
মোবাঃ ০১৮১৪-৭৬৮৮৬৮
০৯
যোগাযোগ
বসুরহাট জিরো পয়েন্ট থেকে হাসপাতাল রোড হয়ে উপজেলা জামে মসজিদ সংলগ্ন রেহান আলী চৌধুরী রোড(পুরাতন আদালত ভবন) উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, কোম্পানীগঞ্জ, নোয়াখালী।